WB Primary TET Bengali Language Question Papers for Preparation

WB Primary TET Bengali Language Question Papers PDF is available here. So, aspirants can refer the West Bengal Primary Teacher Eligibility Test Bengali Language Question given in this page. Candidates can also free download West Bengal Primary Teacher Eligibility Test Bengali Language Previous Papers from the given enclosed links.

WB Primary TET Bengali Language Question Papers for Preparation

We have provided all the Last 5 years WB Primary Teacher Eligibility Test Bengali Language Previous Papers on this page. So, the applicants who are in search of WB Primary TET Bengali Language Model Papers can download from the given free downloading links. Before you start the preparation, refer these WB Primary TET Bengali Language Old Papers once, so that you will know the exam pattern.

Also, solve these papers along with your subject wise preparation to know your level of knowledge. By solving more West Bengal Primary Teacher Eligibility Test Bengali Language Sample Papers, you will score good marks in the examination.

WB Primary TET exam question papers direct download links are given in this section. The questions given in model paper may or may not come in the main examination. Hence, download the West Bengal Primary Teacher Eligibility Test Previous Paper pdf below.

Hope the material below will help you in preparation. WB Primary TET Bengali Language question paper is helpful for those who appear for the written examination. To help the contenders in their preparation we have given the West Bengal Primary Teacher Eligibility Test model question paper pdf in the section below.

WB Primary TET Previous Papers are here to download for free. The candidates who are preparing for West Bengal Primary Teacher Eligibility Test Bengali Language Exam and in search for preparation tips & pattern to prepare for the written exam.

Applicants can get WB Primary TET Previous Year Question Papers & WB Primary TET Bengali Language Exam Pattern, West Bengal Primary Teacher Eligibility Test Bengali Language Syllabus from our website.

WB Primary TET Model Question on Bengali Language I

আমরা এখন একটা নবযুগের আরম্ভকালে আছি। এখন নূতন কালের উপযোগী বল সংগ্রহ করতে হবে, যুদ্ধ করতে হবে প্রতিকূলতার সঙ্গে। আমাদের সমস্ত চিত্তকে ও শক্তিকে জাগরুক করে আমরা যদি দাঁড়াতে পারি তা হলেই আমরা বাঁচব। নইলে পদে পদে আমাদের পরাভব। আমাদের মজ্জার ভিতর জীর্ণতা ; এইজন্য অত্যন্ত প্রয়োজন হয়েছে আমাদের যেটা তপস্যার দান সেটাকে যেন আমরা নষ্ট না করি, তপোভঙ্গ যেন আমাদের না হয়। মানবজীবনকে বড় করে দেখার শক্তি সব চাইতে বড় শক্তি। সেই শক্তিকে আমরা যেন রক্ষা করি। সংকীর্ণতা প্রাদেশিকতার দ্বারা সে শক্তিকে আমরা খর্ব করব না। এজন্যে আমাদের অনেক লড়াই করতে হবে। সে লড়াই করতে না পারলে আমাদের মৃত্যু নিশ্চয়। যুদ্ধের পথেই আমরা বীর্য পাব। যে আত্মসংযমের দ্বারা মানুষ বড় শক্তি পেয়েছে তাকে অবিশ্বাস করে যদি বলি, সেটা পুরানো ফ্যাশন, এখন তার সময় গেছে, তা হলে আমাদের মৃত্যু। যে ফল এখনো পাকবার সময় হয়নি তার ভিতর পোকা ঢুকেছে, এই আক্ষেপ মনের ভিতর যখন জাগে তখন সেটাকে কেউ যেন ব্যক্তিগত কলহের কথা বলে না মনে করেন।

1. নবযুগের জন্য কী প্রয়োজন
A. বল
B. সাহস
C. ক্ষমতা
D. যুদ্ধ

2. বাঁচার জন্য আমাদের কী করতে হবে-
A. চিত্তকে জাগাতে হবে
B. শক্তিকে জাগাতে হবে
C. যুদ্ধ করতে হবে
D. A ও B দুটিই প্রয়োজন

3. আমাদের কী রক্ষা করতে হবে-
A. সাহস
B. ভালোবাসা
C. সংযম
D. শক্তি

4. বীর্য লাভ সম্ভব
A. যুদ্ধের দ্বারা
B. প্রেমের দ্বারা
C. ভয়ের দ্বারা
D. আশীর্বাদের দ্বারা

5. অনুচ্ছেদটি একটি
A. প্রবন্ধ
B. গদ্যাংশ
C. উপন্যাস
D. ছোটোগল্প

6. মানুষ বড় শক্তি অর্জন করেছে
A. বিশ্বাসের দ্বারা
B. আত্মসংযমের দ্বারা
C. সাহসের দ্বারা
D. বিজ্ঞানচর্চার দ্বারা

7. আমাদের অর্জিত শক্তি কীভাবে খর্ব হতে পারে-
A. সংকীর্ণতা প্রাদেশিকতার দ্বারা
B. যুদ্ধের দ্বারা
C. বিশ্বাসের দ্বারা
D. হিংসার দ্বারা

8. আমাদের মৃত্যু নিশ্চয় কারণ—
A. লড়াই করতে পারলে
B. লড়াই করতে না পারলে
C. ভালবাসতে পারলে
D. ভালবাসতে না পারলে

9. পদে পদে কী জাতীয় শব্দ
A. ধ্বন্যাত্মক
B. অনুকারাত্মক
C. শব্দদ্বৈত
D. বিশেষণ

10. অবিশ্বাস শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো—
A. অবি-√শ্বস + ঘঞ
B. অ-বি-√শ্বস + ঘঞ
C. অবি-শ্বাস + ঘঞ
D. অবিশ্বাস + ঘঞ

11. অত্যন্ত শব্দটির সন্ধিবিচ্ছেদ করো
A. অত্য + অন্ত
B. অ + অন্ত
C. অতি + অন্ত
D. অত্যা + অন্ত

12. ‘আমাদের মজ্জার ভিতর জীর্ণতা’—কারক ও বিভক্তি নির্ণয় করো।
A. অপাদান কারক, ‘র’ বিভক্তি
B. অধিকরণ কারক, ‘র’ বিভক্তি
C. কর্তৃকারক, ‘র’ বিভক্তি
D. সম্বন্ধ পদ, ‘র’ বিভক্তি

13. ‘কলহ’ শব্দটির বিপরীতার্থক শব্দটি উল্লেখ করো-
A. ঝগড়া
B. লড়াই
C. হিংসা
D. প্রীতি

14. নীচের কোন বানানটি সঠিক
A. উপযোগিতা
B. উপযোগীতা
C. উপাযোগিতা
D. উপাযোগীতা

15. “নিশ্চয়’ শব্দটির ব্যুৎপত্তি নির্ণয় করো
A. নিঃ—√চি + অল্
B. নিঃ—√চী + অল
C. নিঃ + চয়
D. নি-শ + চি +অয়

16. শুধাব—গদ্যরূপ কী হবে?
A. জানতে চাইব
B. জিজ্ঞাসা করব
C. কথা শুনব
D. কথা বলব

17. সংশয়—সন্ধিবিচ্ছেদ করো
A. সং + শয়
B. সম্ + শয়
C. সমঃ + শয়
D. সমো + শয়

18. আহ্বান—পদান্তর করো
A. আহত
B. আহ্বায়ক
C. আহ্বানী
D. আহ্বায়নী

19. স্তব্ধ – প্রত্যয় নিষ্পন্ন করো
A. স্ত + ত
B. স্তনভ + ক্ত
C. স্তন + ক্ত
D. স্তন + ত

20. ব্যোম—কথাটির অর্থ লেখো
A. পৃথিবী
B. স্বর্গ
C. আকাশ
D. নৌকা

21. অনাদ্র —সমাস নির্ণয় করো
A. নঞ বহুব্রীহি
B. নঞ তৎপুরুষ
C. কর্মধারয়
D. সম্বন্ধ তৎপুরুষ

22. অন্তরিক্ষ—প্রত্যয় কী হবে?
A. অন্তর + ঈক্ষ + ঞ
B. অন্তর + ইক্ষ + ঘঞ
C. অন্তর + ইক্ষ + ঞ
D. অন্তর + ঞ + ঘঞ

23. জীবিত—প্রত্যয় নিষ্পন্ন করো
A. জীব + ত
B. জীব + ক্ত
C. জীবন + ত
D. জীব-ই + ত

24. সুদূর—বিপরীত শব্দ লেখো
A. বিদূর
B. অদূর
C. দূরান্ত
D. দূরবহ

25. অব্সন্ন-পদান্তর করো
A. অবসাদ
B. অবসৃত
C. অবসরিত
D. অবসরণ

26. উন্মথিত—সন্ধিবিচ্ছেদ করো
A. উৎ + মথিত
B. উদ + মথিত
C. উত্ + মথিত
D. উন্ম + থিত

27. আলোকিত—পদান্তর করো
A. আলোকায়ন
B. আলোক
C. আলোকৃত
D. আলোকন

28. অবিরত—সমাস নির্ণয় করো
A. নঞ তৎপুরুষ
B. নঞ বহুব্রীহি
C. কর্মধারয়
D. সম্বন্ধ তৎপুরুষ

29. শ্যামল—প্রত্যয় নিম্পন্ন করো
A. শ্যাম + ল
B. শ্যাম + ইল
C. শ্যাম + লচ
D. শ্যাম + অনট

30. রাজপথ-ব্যাসবাক্য লেখো
A. রাজার পথ
B. পথের রাজা
C. রাজার নিমিত্ত পথ
D. রাজার যে পথ