JENPAS UG Physics Questions and Answers for Practice and Preparation

Free downloading links of the JENPAS UG Physics Questions and Answers Previous Years Papers are provided here. Click on the enclosed links to get the JENPAS UG Physics Old Papers PDF.

JENPAS UG Physics Questions and Answers

Here, we provided the JENPAS UG Physics Practice Papers just as a reference for the preparation. Finally, download the JENPAS UG Physics Previous Papers and use them as a reference for the scheduled preparation.

JENPAS UG Physics Previous Papers are available. Applicants can download JENPAS UG Old Physics Question Papers. Also, get the Study material, Preparation tips in addition to the JENPAS UG Previous Papers for Physics.

On our page, we provide JENPAS UG Physics Previous Papers for the sake of aspirants. Therefore download the JENPAS UG Physics Previous Papers and start your preparation. Also, check the JENPAS UG Physics Syllabus and Physics Exam Pattern from the below sections.

Details Syllabus Download
Biological Science Question Papers Click to Download
Chemistry Previous Question Download PDF

JENPAS UG Physics Model Questions and Answers

1. একই ব্যাসার্ধের দুটি তারের রোধাঙ্ক p1 ও p2 এবং তাদের দৈর্ঘ্য যথাক্রমে l1 এবং l2। তার দুটিকে শ্রেণি সমবায়ে যুক্ত করা হলে সমবায়ের তুল্য রোধাঙ্ক হবে

A. \frac {p1l2+p2l1}{p1+p2}
B. \frac {p1l1+p2l2}{l1+l2}
C. \frac {p1l1-p2l2}{l1-l2}
D. \frac {p1l2+p2l1}{l1+l2}

2. R ব্যাসার্ধের একটি ফাপা ধাতব গোলক Q আধানে আহিত করা হল। গোলকটির ভিতরে তড়িৎবিভব এবং প্রাবল্য যথাক্রমে
A. \frac { Q }{ 4\pi { \epsilon }_{ 0 }{ R }^{ 2 } } এবং \frac { Q }{ 4\pi { \epsilon }_{ 0 }{ R }^{ } }
B. \frac { Q }{ 4\pi { \epsilon }_{ 0 }{ R }^{ } } এবং শূন্য
C. শূন্য এবং শূন্য
D. \frac { 4\pi { \epsilon }_{ 0 }{ Q }^{ } }{ R } এবং \frac { Q }{ 4\pi { \epsilon }_{ 0 }{ R }^{ 2 } }

2012 Physics Question

3. একটি ইলেকট্রনের ডি-ব্ৰগলি তরঙ্গদৈর্ঘ্য 1Å হওয়ার জন্য যে বিভব প্রভেদে ইলেকট্রনটিকে ত্বরান্বিত করতে হবে তা হল
A. 100 V
B. 125 V
C. 150 V
D. 200 V

4. সিজিয়ামের কার্য অপেক্ষক 2.27eV। একটি সিজিয়াম ক্যাথোডের উপর 600 nm তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলা হল। যে নিবৃত্তি বিভবে ইলেকট্রন নিঃসরণ বন্ধ হয়ে যাবে তার মান হল
A. -0.2 V
B. 0.2 V
C. 0.5 V
D. -0.5 V

2013 Physics Question

5. 20°C তাপমাত্রা ও এক বায়ুমণ্ডলীয় চাপে বাতাসে শব্দের বেগ 344.2 মি/সে। 40°C তাপমাত্রা ও 2 বায়ুমণ্ডলীয় চাপে বাতাসে শব্দের বেগ প্রায়
A. 350 মি/সে
B. 356 মি/সে
C. 363 মি/সে
D. 370 মি/সে

6. 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের জন্য আদর্শ গ্যাস সমীকরণ হবে
A. PV = RT
B. PV = 2RT
C. PT =\frac {1}{2}RT
D. PV = 4RT

2014 Physics Questions

7. সূর্যের তাপমাত্রা যদি দ্বিগুণ হয় তবে পৃথিবীতে পৌঁছানো শক্তির হার কতগুণ বৃদ্ধি পাবে ?
A. 2
B. 4
C. 8
D. 16

8. সরল দোলগতি-সম্পন্ন একটি কণা যখন তার গড় অবস্থান থেকে 4 cm দূরে তখন তার ত্বরণ 16 cm/{s}^{2}। কণাটির পর্যায় কাল
A. 1 s
B. 2.572 s
C. 3.142 s
D. 6.028 s

2015 Physics Question Set

9. একটি স্প্রিং-এর দৈর্ঘ্য 1 mm বাড়াতে কাজ করতে হয় 10 Joule। একে আরও 1 mm বাড়াতে গেলে কাজ করতে হবে।
A. 30 J
B. 40 J
C. 10 J
D. 20 J

10. কোনো উন্নতায় হাইড্রোজেন গ্যাসের মূল গড় বর্গবেগ c হলে, ওই একই উম্নতায় অক্সিজেন গ্যাসের মূল গড় বর্গবেগ হবে
A. c/8
B. c/10
C. c/4
D. c/2

2016 Physics Papers

11. ঘরের তাপমাত্রায় বায়ুর চাপ 1.0 x {10}^{5} N{m}^{-2} এবং বায়ুর ঘনত্ব 1.2 kg {m}^{-3}। একটি এক মুখ বন্ধ 1.0 m লম্বা নলের ক্ষেত্রে যদি ন্যূনতম উৎপন্ন কম্পাঙ্ক 84 Hz হয় তবে বায়ুর ক্ষেত্রে γ (আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত)-এর মান হল
A. 2.1
B. 1.5
C. 1.4
D. 1.8

12. হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় বোর কক্ষপথে যে সংখ্যক ডি-ব্ৰগলি তরঙ্গদৈর্ঘ্য ধরে তা হল
A. 1
B. 2
C. 3
D. 4

2017 Physics Set

13. হাইড্রোজেন বর্ণালিতে বামার শ্রেণির দ্বিতীয় রেখার তরঙ্গদৈর্ঘ্য 600 nm। লিম্যান শ্রেণির তৃতীয় রেখাটির তরঙ্গদৈর্ঘ্য হবে
A. 600 nm
B. 800 nm
C. 400 nm
D. 200 nm

14. একটি আলোকরশ্মি কাচের ফলকে 60° কোণে আপতিত হল।প্রতিফলিত রশ্মি ও প্রতিসৃত রশ্মি পরস্পর লম্ব হলে কাচের প্রতিসরাঙ্ক হল
A. √3/2
B. 3/2
C. ½
D. √3

2018 Physics Question

15. 2 cm ব্যাসের একটি গ্যাসীয় বুদবুদ 0.35 cm/s স্থির বেগে 1.75 gm/cm3 ঘনত্বের তরলের মধ্য দিয়ে উঠছে। গ্যাসের ঘনত্ব উপেক্ষা করো। তরলের সান্দ্রতা হবে
A. 870 poise
B. 1120 poise
C. 982 poise
D. 1089 poise

16. 5.6 v ভঞ্জক বিভব বিশিষ্ট একটি জেনার ডায়োড একটি 100Ω রোধ এবং একটি 10 v ব্যাটারির সঙ্গে শ্রেণি সমবায়ে বিপরীত বায়াস-এ লাগানো হল। জেনারের মধ্য দিয়ে প্রবাহমাত্রা হবে
A. 88 mA
B. 0.88 mA
C. 4.4 mA
D. 44 mA

2019 JENPAUH Physics Question

17. একটি দ্বিমেরু ট্রানজিস্টারের β=45। সংগ্রাহক রোধ 1KΩ, যার দুই প্রান্তে বিভব পার্থক্য 5 v। ভূমি প্রবাহ প্রায়
A. 222 μA
B. 55 μA
C. 111 μa
D. 45 μA

18. শ্রেণি সমবায়ে 6 mH ও ৪ mH স্বাবেশাঙ্কের দুটি কুণ্ডলী লাগানো হল। এদের যুগ্মিত গুণাঙ্ক সর্বোচ্চ হলে সমবায়টির তুল্য স্বাবেশাঙ্ক L হবে প্রায়
A. 36 mH
B. 50 mH
C. 18 mH
D. 28 mH

19. একটি 1 μF ধারককে 1 MΩ রোধের মাধ্যমে 10 V ব্যাটারির সঙ্গে যোগ করা হল। 1 সেকেন্ড সময় পরে ধারকত্বের বিভব হবে প্রায়
A. 5.6 V
B. 7.8 V
C. 6.3 V
D. 10 V

20. দুটি 400 Ω রোধ শ্রেণি সমবায়ে একটি ৪ v ব্যাটারির সঙ্গে লাগানো হয়েছে। প্রথমটির রোধ 0.5% বাড়ালে দ্বিতীয়টির রোধে যে পরিবর্তন করলে উহার দুপ্রান্তে বিভব পার্থক্য অপরিবর্তিত থাকবে তা হল
A. 1Ω বাড়াতে হবে
B. 2 Ω বাড়াতে হবে
C. 4Ω বাড়াতে হবে
D. 4 Ω কমাতে হবে

21. একটি সমৰিভব তলের সঙ্গে তড়িৎ বলরেখা যে কোণ উৎপন্ন করে
A. 0°
B. 90°
C. 180°
D. 270°

22. ফ্রনহফার অপবর্তনের জন্য
A. আলোর উৎস অসীম দূরত্বে রাখতে হবে
B. আলোর উৎস এবং পর্দা উভয়কেই অসীম দূরত্বে রাখতে হবে
C. কেবল পর্দা সসীম দূরত্বে রাখতে হবে
D. আলোর উৎস এবং পর্দা উভয়কে সসীম দূরত্বে রাখতে হবে

23. 1 kg এর একটি সুতোয় ঝোলানো আছে। এক্ষেত্রে ব্যবস্থাটিশ 4.9 m/s ত্বরণে (i) উপরে তোলা হচ্ছে (ii) নীচে নামানো হল।প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে টানের অনুপাত হয়
A. 3:1
B. 1:2
C. 1:3
D. 2:1

24. d দূরত্বে অবস্থিত কোনো আলোক উৎসের সাহায্যে কোনো আলোকতড়িৎ কোশকে আলোকিত করা হচ্ছে। দূরত্ব কমিয়ে d/2 করা হলে,
A. প্রতি সেকেন্ডে নির্গত ইলেকট্রনের সংখ্যা চারগুণ হবে
B. আলোক ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি চারগুণ হবে
C. নিবৃত্তি বিভব একই থাকবে
D. প্রতি সেকেন্ডে নির্গত ইলেকট্রনের সংখ্যা দ্বিগুণ হবে